পুরাতন ব্রহ্মপুত্র নদের ময়মনসিংহ সদর অংশের কাজ প্রায় শেষের দিকে।
তবে ইতিমধ্যে ময়মনসিংহ সদর অংশের জেলখানা ঘাট থেকে সুতিয়াখালী পর্যন্ত নদের ১০ কিলোমিটার অংশের খনন কাজ শেষপর্যায়ে।
সদর অংশের এই ১০ কিলোমিটার অংশ খননের জন্য বাজেট ছিল ৮৭৮১ লক্ষ টাকা। প্রথম ২ বছর খনন করা হবে ৩৭ লক্ষ ঘনমিটারএবং পরবর্তী ৩ বছর রক্ষনাবেক্ষণ এর জন্য খনন হতে পারে ১৭ লক্ষ ঘনমিটার।
নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ(বিআইডব্লিউটিএ) এবংপ্রকল্পটিতে ঠিকাদার প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে কনক-ওটিবিএল (জেভি)।
৩৩০ ফুট প্রশস্ত ও শুষ্ক মৌসুমে ১০ ফুট গভীর করে খনন করা হয়েছে নদটিকে। তাছাড়া বাকি ২২৭ কিলোমিটার অংশের প্রথম ধাপেরকাজও চলছে একি সাথে।
আশা করা যায় ব্রহ্মপুত্র নদের যৌবন ফিরে আসবে খুব শীঘ্রই। পুরো প্রকল্পের কাজ শেষ হলে শুষ্ক মৌসুমে সি কেটাগরির নৌযান এবংভরা মৌসুমে বি কেটাগরির নৌযান চলাচল করতে পারবে। ভারতের আসামের সাথে যুক্ত হবে নৌরুটের মাধ্যমে।
1 মন্তব্যসমূহ
great idea.
উত্তরমুছুন