NEWS

6/recent/ticker-posts

জয়দেবপুর-ময়মনসিংহ-জামালপুর পর্যন্ত রেলপথকে ডুয়েলগেজ ডাবললাইন নির্মাণে ব্যায় কমানোর নির্দেশ।

 জয়দেবপুর-ময়মনসিংহ-জামালপুর পর্যন্ত রেলপথকে ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণে ব্যায় কমানোর নির্দেশ।

জয়দেবপুর-ময়মনসিংহ-জামালপুর পর্যন্ত রেলপথকে ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণে অনিয়ম পেয়েছে  কমিটি।
জয়দেবপুর-ময়মনসিংহ-জামালপুর পর্যন্ত রেলপথকে ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণ | ঢাকা-ময়মনসিংহ ডাবললাইন | dhaka to mymensingh duelgage |   mymensingh news


যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বর্তমান সরকার  অগ্রাধিকার দিয়ে যাচ্ছে। রেল যোগাযোগ ব্যাবস্থা তার মধ্যে অন্যতম। এজন্য রেলওয়ের উন্নয়নে বরাদ্দ বাড়ানোর সাথে নতুন নতুন সব প্রকল্প অনুমোদন দিচ্ছে  সরকার। এই ধারাবাহিকতায় বেশ কয়েকটি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। যার অর্থায়ন করছে চীন। এর মধ্যে ২টি প্রকল্পে ৪৮৫০ কোটি টাকা অনিয়ম বের করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গঠিত কমিটি। তাই এসব ব্যয় কমিয়ে আনার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রকল্প ২টি হলোজয়দেবপুর-ময়মনসিংহ-ঈশ্বরদী মিটারগেজ সিঙ্গেল লাইনকে ডাবললাইন ডুয়েলগেজে  উন্নীত করা” এবংআখাউড়া-সিলেট মিটারগেজকে ডুয়েলগেজে রূপান্তর”। প্রকল্প ২টির ব্যয় কমিয়ে আনার জন্য কমিটির সুপারিশসহ সার্বিক বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ ও প্রয়োজনীয় সংশোধণের  নির্দেশনাও দেওয়া হয়েছে। সম্প্রতি -সংক্রান্ত একটি  নির্দেশনা প্রধানমন্ত্রীর কার্যালয় হতে রেলপথ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

জয়দেবপুর-ময়মনসিংহ-ঈশ্বরদী মিটারগেজ সিঙ্গেল লাইনকে ডাবললাইন ডুয়েলগেজে উন্নীত করা প্রকল্পটির অতিরিক্ত ব্যয় চিহ্নিত করে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়। গত ২৮ অক্টোবর প্রকাশিত হয়েছিলঅত্যধিক ব্যয়েজয়দেবপুর-ময়মনসিংহ-ঈশ্বরদী ডাবল লাইন নির্মাণের উদ্যোগশীর্ষক ২টি প্রতিবেদন।

চীনের অর্থায়নে বাস্তবায়ন করা হবে প্রকল্পটি। যারফলে কোনো দরপত্র ছাড়াই নিয়োগ দেয়া হয়েছে ঠিকাদার। এক্ষেত্রে সব পক্ষের দরকষাকষির ভিত্তিতেই প্রকল্পের ব্যয় নির্ধারণ করা হয়।

ব্যায় কমানোর প্রতিবেদনটি উপস্থাপন করা হলে প্রধানমন্ত্রী সদয় অনুশাসন প্রদান করেন। জয়দেবপুর-ময়মনসিংহ-ঈশ্বরদী প্রকল্পের ক্ষেত্রে কমিটির  নির্ধারিত দরমূল্য থেকে ১৪৯৫ কোটি ৫১ লাখ টাকা (১২.৯১%) কমের বিষয়টি সহ সার্বিক বিষয়টি পর্যালোচনা করে  সংশোধন করতে বলা হয়।

জয়দেবপুর-ময়মনসিংহ-জামালপুর পর্যন্ত রেলপথকে ডুয়েলগেজ ডাবললাইন নির্মাণে কিলোমিটার প্রতি ব্যয় পড়বে প্রায় ২৭ কোটি ৬১ লাখ টাকা। ঠিকাদারদের সঙ্গে দরকষাকষি শেষ হলেও এখনও প্রকল্পটির অনুমোদন হয়নি। ইতিমধ্যে এ প্রকল্পটির জন্য চীনের কাছে ঋণ চেয়েছে সরকার।

রেলওয়ের চলমান ৫টি ডুয়েলগেজ রেলপথ নির্মাণ প্রকল্পের মধ্যে জয়দেবপুর-ময়মনসিংহ-ঈশ্বরদী ডাবললাইন নির্মাণে্র ব্যয় হচ্ছে সবচেয়ে বেশি। জয়দেবপুর-ময়মনসিংহ-ঈশ্বরদী ডাবললাইন ডুয়েলগেজ রেলপথের দৈর্ঘ্য হবে ১৯৮.২৯ কিলোমিটার। রেলপথ নির্মাণের জন্য চুক্তিমূল্য ধরা হয়েছে ১০,৩০২ কোটি টাকা। এতে করে কিলোমিটারপ্রতি ব্যয় পড়বে ৫১ কোটি ৯৫ লাখ টাকা। যা অতিরিক্ত বলে মনে করছে কমিটি।

তাই প্রকল্পটি সংশোধনের জন্য বলা হয়েছে। ময়মনসিংহের বিভিন্ন প্রকল্পগুলোর খবর ভিডিও দেখতে চাইলে ভিজিট করতে পারেন Mymensingh A to Z এর  ইউটিওব চ্যানেলটিতে।

The reader wants to know about Mymensingh news. That's why we upload recent news of mymensingh.পাঠক ময়মনসিংহের সংবাদ সম্পর্কে জানতে চান। এজন্য আমরা ময়মনসিংহের সাম্প্রতিক সংবাদগুলি আপলোড করি।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. ময়মনসিংহে না হলো বিমানবন্দর, না হলো ব্রহ্মপূত্র নদে ১ টিও সেতু, না হলো নদীর ঐ পাড়ে ১ টিও নতুন সেতু কিংবা নিউ টাউন।

    সব নাকি হবে?
    হয়তো এর জন্য দায়ী আমাদের অথর্ব নেতৃত্ব।
    কিংবা সরকারের ময়মনসিংহের প্রতি উদাসীনতা।

    উত্তরমুছুন