NEWS

6/recent/ticker-posts

কেওয়াটখালী সেতু নির্মাণে পরামর্শক প্রতিষ্ঠানের অযৌতিক পরিমান টাকা দাবি।

  • কেওয়াটখালী সেতু নির্মাণে পরামর্শক প্রতিষ্ঠানের অযৌতিক পরিমান টাকা দাবি।

কেওয়াটখালি সেতু।

ময়মনসিংহের কেওয়াটখালি ৩২০ মিটার দৈর্ঘের সেতু নির্মাণে পরামর্শক নিয়োগ দেয়া নিয়ে বিপত্তি দেখা দিয়েছে। শুধুমাত্র এ সেবার জন্য চাওয়া হয়েছে বরাদ্দকৃত অর্থের দিগুন টাকা। এ দাবিটি অত্যাধিক বলে মনে করছেন সড়ক ও জনপথ আধিদপ্তর।

 

ময়মনসিংহের কেওয়াটখালিতে সেতুটি নির্মাণ করা হবে যা ২০২৪ সালে সম্পন্য হবার কথা রয়েছে। তবে এখনও  প্রকল্পটি  কাঙ্ক্ষিত গতিতে তা চলায় ২০২৪ সালে শেষ হবে কিনা তা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। তবে ইতিমধ্যে জমি নির্ধারন ও অধিগ্রনের কাজ এগিয়ে নেয়া  হয়েছে।

 

প্রকল্পটির জন্য মোট ব্যয় ধরা হয়েছে ২৭৯৩ কোটি ৭২ লাখ ১৮ হাজার টাকা। যার মধ্যে ৮৬৩ কোটি টাকা দেবে সরকার এবং বাকি  ১৯৩০ কোটি ৭০ লাখ  টাকার যোগান দেবে এ আই আই বি ব্যাংক। প্রকল্পটি বাস্তবায়ন করবে সড়ক ও জনপথ অধিদপ্তর।

 


(২৯ নভেম্বর ) রবিবার প্রকল্প মূল্যায়ন কমিটির বৈঠকে এই পরার্শক ব্যায় বেশি মনে হওয়ায় তা কমিয়ে আনা হবে বলে জানানো হয়েছে। তাছাড়া ৩৩.০২ হেক্টর ভূমি অধিগ্রহনের ব্যয় ৪৫৩ কোটি ৫৪ লক্ষ টাকা এবং পুনর্বাসনের ৯০ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে যা পরিকল্পনায় ছিল না।

 


এখন সময়মত প্রকল্পের কাজ বাস্তবায়নের দাবি নগরবাসীর। এ বিষয়ে ভিডিও দেখতে ভিজিট করতে পারেন Mymensingh A to Z এর ইউটিওব চ্যানেলে।

The reader wants to know about Mymensingh news. That's why we upload recent news of mymensingh.পাঠক ময়মনসিংহের সংবাদ সম্পর্কে জানতে চান। এজন্য আমরা ময়মনসিংহের সাম্প্রতিক সংবাদগুলি আপলোড করি।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ