NEWS

6/recent/ticker-posts

অনুমোদন পেল ময়মনসিংহ সিটি করপোরেশনের ১৫৭৫ কোটি টাকার একটি প্রকল্পের।

অনুমোদন পেল ময়মনসিংহ সিটি করপোরেশনের ১৫৭৫ কোটি টাকার একটি প্রকল্পের।

গত ০৮ ডিসেম্বর একনেকের মন্ত্রিসভায় আনমোদন পায় ময়মনসিংহ সিটি করপোরেশনের ১৫৭৫ কোটি টাকার একটি প্রকল্পের।ময়মনসিংহ সিটি করপোরেশনের ১৫৭৫ কোটি টাকার একটি প্রকল্প।

 নানান অবকাঠামো উন্নয়নের মাধ্যমে ময়মনসিংহ সিটির নাগরিক সেবা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। উদ্যোগের মাধ্যমে সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসনের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হবে। এতে করে স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব  নগরী পেতে যাচ্ছে ময়মনসিংহ। এরইসাথে সড়ক প্রশস্তকরন ও উন্নয়ন করার মাধ্যমে যানজট কমিয়ে উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে। নর্দমা সংস্কার,উন্নয়ন রক্ষণাবেক্ষণ ব্যবস্থাকেও ডেলে সাজানো হবে।

এসব কাজ বাস্তবায়নের জন্যময়মনসিংহ সিটি করপোরেশনের সড়ক উন্নয়ন ড্রেনেজ নেটওয়ার্ক নাগরিক সেবা উন্নতকরণনামে একটি প্রকল্প প্রস্তুত করা হয়েছিল। এই প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ১৫৭৫ কোটি টাকা ধরা হয়েছিল। যা গতকাল একনেকে আনুমোদন পেয়েছে।

স্থানীয় সরকার এর আওতায় প্রকল্পটি বাস্তবায়ন করবে ময়মনসিংহ সিটি করপোরেশন। স্থানীয় সরকার বিভাগ জানায়, সিটি করপোরেশন প্রতিষ্ঠার আগে  ময়মনসিংহ পৌরসভার আয়তন ছিল ২১.৭৩ বর্গকিলোমিটার এবং ওয়ার্ড ছিল ২১টি, জনসংখ্যা ছিল প্রায় লাখ। ২০১৮ সালের ১৪ অক্টোবর সিটি করপোরেশন প্রতিষ্ঠা হয়। ফলে আয়তন বেড়ে দাড়ায় ৯০.১৭ বর্গকিলোমিটারে যা পূর্বের আয়তনের চার গুন। বর্তমানে ওয়ার্ড সংখ্যা ৩৩টি এবং জনসংখ্যা বেড়ে দাড়িয়েছে প্রায় লাখ। যার ফলে অবকাঠামো উন্নয়ন ও জনগণের সেবার চাহিদা অনেক বেড়েছে এই সিটিতে। নগরীর সম্প্রসারিত অংশে নতুন সড়ক ড্রেন নির্মাণ, বেহাল সড়ক সংস্কার পুনঃনির্মান। তাছাড়াও ব্রিজ, কালভার্ট ফুট ওভারব্রিজ নির্মাণ প্রয়োজন।

এসব চাহিদা পূরণের জন্য ৪৭৪.৮২ কিমি সড়ক নির্মাণ, ৩৪৫.৫৩ কিমি ড্রেন নির্মাণ ১৬.৬৭ কিলোমিটার ফুটপাত নির্মাণ, প্রকল্পের আওতায় আরও রয়েছে ৩৭.৫৯ কিমি রিটেইনিং ওয়াল .১০ কিমি রোড ডিভাইডার নির্মাণ, ৩টি ব্রিজ , ১৩টি কালভার্ট ৬টি ফুট ওভারব্রিজ নির্মাণ, এছাড়া ২টি ওয়াটার ব্রাউজার, ২টি মিনি এস্কেভেটর, ১টি এস্কেভেটর, ১টি অটোমেটিক পটহোলস রিপোয়ার মেশিন, ২টি রেডি মিক্স কংক্রিট ক্যারিয়ার, ১টি চেইন ডোজার, ২টি ডাম্প ট্রাক এবং ১সেট অটোমেটিক ভেহিকল ওয়াশ মেশিনসহ আরও নানান কাজে ১৫৭৫ কোটি টাকা বাজেটের একটি প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার।

এই প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই করেছেডিজাইন অ্যান্ড সুপারভিশন কনসালট্যান্ট লিমিটেড”। প্রকল্পটি সম্পর্কে ভিডিও আসবে Mymensingh A to Z এর ইউটিওব চ্যানেলে।

The reader wants to know about Mymensingh news. That's why we upload recent news of mymensingh.পাঠক ময়মনসিংহের সংবাদ সম্পর্কে জানতে চান। এজন্য আমরা ময়মনসিংহের সাম্প্রতিক সংবাদগুলি আপলোড করি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ