NEWS

6/recent/ticker-posts

৪৯ কোটি টাকা ব্যায়ে আলোকিত হচ্ছে রাতের ময়মনসিংহ।

প্রায় ৪৯ কোটি টাকা ব্যায়ে সড়ক বাতি বসানো হচ্ছে ময়মনসিংহে।

বদলে যাচ্ছে চিরচেনা ময়মনসিংহ নগরীর আন্ধকারময় রাস্তাগুলো। প্রায় ১৮২ কিলোমিটার বসানো হবে সড়ক বাতি।

সড়ক বাতি বসানো হচ্ছে ময়মনসিংহে

প্রকল্পটি সম্পর্কে বিস্তারিতঃ

ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকার মোট ১৮২ কিলোমিটার সড়কে বসানো হচ্ছে এলইডি সড়ক বাতি। পোল বা পিলারসহ মোট ৬৬৬৭ টি সড়ক বাতি বসানো হবে সমস্ত শহরে। নগরীর ১ নং ওয়ার্ড থেকে ২১ নং ওয়ার্ড পর্যন্ত সকল সড়ক এ বাতির আওতায় আসবে। নতুন ওয়ার্ডগুলোর প্রধান সড়ক এ প্রকল্পের আওতায় আসবে। 

১৮২ কিলোমিটার পিলারসহ সড়ক বাতি বসাতে ব্যায় ধরা হয়েছে মোট ৪৯ কোটি টাকা। গত ২৭ ডিসেম্বর রাতে মেয়র মোঃ ইকরামুল হক টিটু এ প্রকল্পের আওতায় নগরীর রহমতপুর ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বাকৃবি পর্যন্ত সড়কটি আলোকিত করার কাজ উদ্বোধন করেন। 

প্রকল্পটির কাজ ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করবে মসিকের প্রকৌশল বিভাগ এবং ঠিকাদার প্রতিষ্ঠান হিসেবে নিয়োগ করা হয়েছে সাইফ পাওয়ারটেক লিমিটেডকে।

প্রকল্পটির আওতায় মোট ৬৬৬৭ টি সড়ক বাতি নতুন করে বসানো হচ্ছে যার সবগুলো থাকছে (এলইডি) বাতি যাতে করে সাশ্রয় হবে বিদ্যুত। তাছাড়া অলি গলির বাতিগুলো সোলার সিস্টেমের হবার কথা রয়েছে।

প্রকল্পটির ফলাফলঃ

প্রকল্পটি শেষ হলে নগরীর রাস্তায় আর অন্ধকার থাকবে না। ফলে রাতেও মানুষ সাচ্ছন্দে চলাফেরা করতে পারবে। নগরীর নিরাপত্তা বাড়বে এবং রাতের অপরাধ কমে আসবে। তাছাড়া সড়কের দূর্ঘটনা কমে আসাসহ দাবী পূরণ হবে নগরবাসীর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ