NEWS

6/recent/ticker-posts

চায়ের নতুন সম্ভাবনা হচ্ছে ময়মনসিংহ অঞ্চল। ৭৪ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার।

চায়ের নতুন সম্ভাবনা হচ্ছে ময়মনসিংহ অঞ্চল। ৭৪ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার।

ময়মনসিংহে চায়ের নতুন সম্ভাবনা দেখছে সরকার। সারা দেশের সম্ভাব্যতা যাচাই শেষে এ কথা জানিয়েছে চা বোর্ড।


 চা উৎপাদনকারী এলাকা বললে চট্টগ্রামসিলেট  পঞ্চগড়কে ধরা হয়। পাশাপাশি গারো পাহাড়ের এলাকা ময়মনসিংহ এই অর্থকরীফসল উৎপাদনের নতুন আশা জাগানিয়া বার্তা দিচ্ছে।  অঞ্চলের পাঁচ জেলায় প্রায় ১৪ হাজার একর জমি রয়েছেযেখানে ভালো চাচাষ সম্ভব। এসব জমিতে চা চাষ হলে বছরে এক কোটি ৬৩ লাখ কেজি চা উৎপাদন হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ চা বোর্ড।


ময়মনসিংহ অঞ্চলে ছোট পরিসরে চা চাষ বাড়াতে একটি প্রকল্প হাতে নিয়েছে চা বোর্ড। ১২৩৫ একর জমিতে চা চাষ বৃদ্ধি করতে ৭৪কোটি ৪৭ লাখ টাকার একটি প্রকল্প বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় আছে। গত ২৯ নভেম্বর  বিষয়ে আলোচনা সভা করাহয়।


চা বোর্ড জানায়,বর্তমানে দেশের উত্তরাঞ্চলে ৮৬৮০ একর জমিতে চা উৎপাদন হচ্ছে। যা থেকে বছরে ৯৬ লাখ কেজি চা চাষ হয়।


চা বোর্ডের প্রতিবেদনে বলা হয়েছেসংস্থাটি দেশের সকল জেলায় চা উৎপাদনের সম্ভাব্যতা যাচাই করেছে। এতে দেখা গেছেমৌলভীবাজারসিলেটহবিগঞ্জচট্টগ্রামপঞ্চগড়সহ বাইরে বান্দরবানরাঙামাটিখাগড়াছড়িনীলফামারীদিনাজপুরঠাকুরগাঁওলালমনিরহাটজামালপুরনেত্রকোনাময়মনসিংহটাঙ্গাইলশেরপুর এবং কক্সবাজার জেলায় মোট ১০১০৭২ হেক্টর চা উৎপাদনযোগ্যজমি আছে।


২০০৪ সালে ময়মনসিংহ এলাকার চা উৎপাদনের সম্ভাব্যতা যাচাই করা হয়। এতে দেখা গেছে অঞ্চল চা চাষের অত্যন্ত উপযোগীপরিবেশ  মাটির গুণাগুণ বিবেচনায়। ময়মনসিংহের হালুয়াঘাট এলাকায় ১১২০ একরশেরপুর জেলার শ্রীবর্দী এলাকায় ১১৫০ একরঝিনাইগাতী এলাকায় ১৮৫৫ একর  নালিতাবাড়ী এলাকায় ২৫০০ একরজামালপুরের বকশীগঞ্জ উপজেলার ৬০০ একর নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ১৭৭০ একর  কলমাকান্দা উপজেলার ১০৫০ একরসহ মোট ১০ হাজার ৪৫ একর জমিতেও চা চাষসম্ভব। এর পর চা বোর্ড আরেকটি প্রকল্পের আওতায়  অঞ্চলে জরিপ করে। গত বছর সেপ্টেম্বরে শেষ হয় ওই জরিপ যেখানে দেখা গেছেময়মসিংহের মুক্তাগাছা উপজেলার ৩০০ একরফুলবাড়িয়া উপজেলার ৫০০ একরভালুকা ৪০০ একর এবং টাঙ্গাইলের মধুপুরউপজেলার ৬০০ একরঘাটাইলের ৫০০ একর  সখীপুরে ৫০০ একর। এসব এলাকার আরও ২৮০০ একর জমিতে ক্ষুদ্র পরিসরে চাচাষের সম্ভাবনা আছে। সব মিলিয়ে ময়মনসিংহের  জেলার ১৫টি উপজেলার মোট ১৩৬৪৫ একর ফসলি জমিতে চা আবাদ সম্ভব।


চা চাষে উদ্বুদ্ধ করতে কৃষকদের উদ্বুদ্ধ করছে সরকার এবং বিভিন্ন প্রনোদনার ব্যাবস্থা রেখে প্রকল্প বাস্তবায়ন করতে চায় চা বোর্ড।

লেখকখালেদ সাইফুল্লাহ জুনাইদ

Admin: Mymensingh A to Z

The reader wants to know about Mymensingh news. That's why we upload recent news of mymensingh.পাঠক ময়মনসিংহের সংবাদ সম্পর্কে জানতে চান। এজন্য আমরা ময়মনসিংহের সাম্প্রতিক সংবাদগুলি আপলোড করি।

#mymensingh_a_to_z

#mymensingh

#mymensingh_news

#mymensingh_project_news

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ