NEWS

6/recent/ticker-posts

পুরাতন ব্রহ্মপুত্র নদের ময়মনসিংহ সদর অংশের কাজ প্রায় শেষের দিকে।

পুরাতন ব্রহ্মপুত্র নদের ময়মনসিংহ সদর অংশের কাজ প্রায় শেষের দিকে।

পুরাতন ব্রহ্মপুত্র নদের খনন কাজ চলছে বেশ দ্রুত গতিতেই। প্রায় ৩০০০ কোটি টাকা ব্যায়ে চলছে কাজ।


 প্রায় এক বছর আগে শুরু হয় ব্রহ্মপুত্র নদের খনন কাজ। ময়মনসিংহবাসীর বহু দিনের দাবির পর ২০১৯ সালে কাজটি শুরু হয়।  বছরমেয়াদে প্রকল্পটি ২০২৪ সালে শেষ হবার কথা রয়েছে।

তবে ইতিমধ্যে ময়মনসিংহ সদর অংশের জেলখানা ঘাট থেকে সুতিয়াখালী পর্যন্ত নদের ১০ কিলোমিটার অংশের খনন কাজ শেষপর্যায়ে।


সদর অংশের এই ১০ কিলোমিটার অংশ খননের জন্য বাজেট ছিল ৮৭৮১ লক্ষ টাকা। প্রথম  বছর খনন করা হবে ৩৭ লক্ষ ঘনমিটারএবং পরবর্তী  বছর রক্ষনাবেক্ষণ এর জন্য খনন হতে পারে ১৭ লক্ষ ঘনমিটার।


নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ(বিআইডব্লিউটিএএবংপ্রকল্পটিতে ঠিকাদার প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে কনক-ওটিবিএল (জেভি)

পুরাতন ব্রহ্মপুত্র নদ খনন।


৩৩০ ফুট প্রশস্ত  শুষ্ক মৌসুমে ১০ ফুট গভীর করে খনন করা হয়েছে নদটিকে। তাছাড়া বাকি ২২৭ কিলোমিটার অংশের প্রথম ধাপেরকাজও চলছে একি সাথে। 


আশা করা যায় ব্রহ্মপুত্র নদের যৌবন ফিরে আসবে খুব শীঘ্রই। পুরো প্রকল্পের কাজ শেষ হলে শুষ্ক মৌসুমে সি কেটাগরির নৌযান এবংভরা মৌসুমে বি কেটাগরির নৌযান চলাচল করতে পারবে। ভারতের আসামের সাথে যুক্ত হবে নৌরুটের মাধ্যমে।


The reader wants to know about Mymensingh news. That's why we upload recent news of mymensingh.পাঠক ময়মনসিংহের সংবাদ সম্পর্কে জানতে চান। এজন্য আমরা ময়মনসিংহের সাম্প্রতিক সংবাদগুলি আপলোড করি।

#mymensingh_a_to_z

#mymensingh

#mymensingh_news

#mymensingh_project_news

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ