চলুন এক নজরে ময়মনসিংহ জেলার পরিচয় জেনে নেই।
ময়মনসিংহের নামকরণ কিভাবে হয় ও ইতিহাস?
মোগল আমলে একজন সাধক ছিলেন। তার নাম ছিল মোমেনশাহ। তাঁর নামেই অঞ্চলটির নাম দেয়া হয় “মোমেনশাহী”। বাংলার স্বাধীন সুলতান “সৈয়দ আলাউদ্দিন হোসেন শাহ” ষোড়শ শতাব্দীতে তাঁর পুত্র “সৈয়দ নাসির উদ্দিন নসরত শাহ” এর জন্য এই অঞ্চলে নতুন রাজ্য গঠন করেছিলেন, সেই তখন থেকেই “নাসিরাবাদ” নামের সৃষ্টি।একটি ভুলের কারণে নাসিরাবাদ নাম পরিবর্তন হয়ে ময়মনসিংহ হয় । ২০ টিন কেরোসিন তেল বুক করা হয়েছিল “বর্জনলাল এন্ড কোম্পানী” থেকে নাসিরাবাদ রেলওয়ে স্টেশনে। ঐ মাল তখন চলে যায় রাজপুতনার নাসিরাবাদ রেলওয়ে স্টেশনে। এ নিয়ে অনেক ঝামেলা পোহাতে হয়। পরবর্তীতে আরো কিছু ঘটনা ঘটায় রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে রাখা হয় “ময়মনসিংহ” । সেই থেকে আঞ্চলটি ময়মনসিংহ নামেই পরিচিত।
ময়মনসিংহ জেলা ঘোষণার
তারিখ?
১৭৮৭ খ্রিস্টাব্দের ১লা মে ময়মনসিংহকে জেলার মর্যাদা দেয়া হয়। ১৯৬৯ খ্রিস্টাব্দে ময়মনসিংহ জেলা থেকে টাঙ্গাইলকে ও ১৯৭৮ খ্রিস্টাব্দে জামালপুরকে পৃথক করে আলাদা জেলায় উন্নীত করা হয়। ১৯৮৪ খ্রিস্টাব্দে ময়মনসিংহ জেলা থেকে কিশোরগঞ্জ, শেরপুর ও নেত্রকোনাকে পৃথক জেলায় উন্নীত করা হয়।
ময়মনসিংহ জেলার আয়তন
কত? উপজেলা কত ও কী কী?
এই জেলার আকার বার বার পরিবর্তিত হয়েছে।ময়মনসিংহ জেলার আয়তন ৪৩৬৩.৪৮ বর্গ কিলোমিটার। জেলাটি ১ টি সিটি করপোরেশন, ১৩টি উপজেলা, ১০টি পৌরসভা, ১৪টি থানা, ১৪৫টি ইউনিয়ন, ২২০১টি মৌজা ও ২৭০৯টি গ্রাম নিয়ে গঠিত। উপজেলাসমূহের নাম-ঈশ্বরগঞ্জ, ত্রিশাল, গফরগাঁও, গৌরীপুর, ধোবাউড়া, নান্দাইল, ফুলপুর, তারাকান্দা, ভালুকা, ফুলবাড়িয়া, ময়মনসিংহ সদর, মুক্তাগাছা ও হালুয়াঘাট।
ময়মনসিংহের ভৌগলিক অবস্থান কোথায়?
ময়মনসিংহের
ভৌগলিক অবস্থানঃ ২৪০০২'৩১” হতে ২৫০২৫'৫৬” উত্তর অক্ষাংশ ও ৮৯০৩৯'০০” হতে ৯১০১৫'৩৫” পূর্ব দ্রাঘিমাংশ। দক্ষিণে গাজীপুর জেলা, উত্তরে গারোপাহাড় ও ভারতের মেঘালয় রাজ্য, পশ্চিমে জামালপুর, শেরপুর, ও টাঙ্গাইল জেলা অবস্থিত এবং পূর্বে নেত্রকোনা জেলা।
ময়মনসিংহ জেলার জনসংখ্যা কত?
২০১১ সনের আদমশুমারী অনুযায়ী মোট জনসংখ্যা ৫৩,১৩,১৬৩ জন।যার মধ্যে পুরুষ ২৬,৪০,০৪০ জন ও মহিলা ২৬,৭৩,১২৩ জন।
২০২০ সালে প্রাক্কলিত জনসংখ্যা অনুযায়ী মোট জনসংখ্যা ৫৮,০০,১৫৯ জন।
ময়মনসিংহ জেলার প্রাকৃতিক
সম্পদ
কী কী?
জেলায় নদ-নদীর সংখ্যা মোট ২২টি,যাদের আয়তন ১১৪৪৫.২০ হেক্টর। নদীর নাম- ব্রহ্মপুত্র, সুতিয়া, পাগারিয়া, নাগেশ্বর, ক্ষিরু, সাচালিয়া, কাচাঁমাটিয়া, আয়মন, বোরাঘাট, দর্শনা, রামখালী, বানার, নরসুন্দা, বৈলারি, নিতাই, কংশ, ঘুঘুটিয়া, জলবুরুঙ্গা, চৌকা মরানদী, সাতারখালী, আকালিয়া, রাংসা নদী ইত্যাদি।খাল বিল ও প্রধান প্লাবনভূমির সংখ্যা মোট ১১৪০টি যাদের আয়তন মোট ৩০৭৬২.০০ হেক্টর। বালু মহল ১৫টি যাদের মোট আয়তন ৮৭৪.৫০ একর।বনভূমি মোট ৩৮৮৬০.৭৩ একর। সাদামাটিমহল ১টি যার আয়তন ২৪.৩৩ একর ইত্যাদি।(২০২১ সালের তথ্য)
ময়মনসিংহের শিক্ষার হার কত? ও শিক্ষা প্রতিষ্ঠান কয়টি?
ময়মনসিংহ
জেলার শিক্ষার হার ৭০% (পুরুষ ৫০% ও মহিলা ৫৪%) (২০২১ সালের রিপোর্ট)। প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা মোট ২৬৯০টি যারমধ্যে সরকারী মোট ১২৪৯টি, বেসরকারী নিভন্দিত মোট ৬২২টি, অনিভন্দিত মোট ২৭টি, উচ্চ বিদ্যালয় মোট ৫৬টি, কিন্ডার গার্ডেন স্কুল মোট ১২৬টি, পরীক্ষণ ১টি, স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা ২৩৪টি, এনজিও ১৮টি, কমিউনিটি ১১৪টি।
নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মোট ১০৫টি, মাধ্যমিক বিদ্যালয় মোট ৪০৪টি, ৯ম শ্রেণীর অনুমতি প্রাপ্ত বিদ্যালয় মোট ৭২টি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মোট ৩১টি, স্কুল এন্ড কলেজ মোট ১৩টি, ডিগ্রীকলেজ মোট ২৭টি (সরকারী ৩টি ও বেসরকারী ২৪টি), সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ ২টি , সরকারী বিশ্ববিদ্যালয় ২টি , সরকারী মেডিক্যাল কলেজ ১টি, বেসরকারী ১টি, চারুকলা ইনষ্টিটিউট ১টি, ক্যাডেট কলেজ ১টি, হোমিওপ্যাথিক কলেজ ১টি, কারিগরি শারীরিক মহাবিদ্যালয় ১টি, ইঞ্জিনিয়ারিং কলেজ ১টি, ভোকেশনাল ইনষ্টিটিউট ২টি, দাখিল মাদ্রাসা ২৯৫টি, কামিল মাদ্রাসা ৪টি, আলিম মাদ্রাসা ৪২টি, ফাযিল মাদ্রাসা ৪৭টি, আর্ট স্কুল ১টি, শিক্ষা মহাবিদ্যালয় ১টি।
ময়মনসিংহে শিল্প ও কল কারখানা?
বৃহৎ শিল্প প্রতিষ্ঠান ৩টি।
ক্ষুদ্র ও মাঝারী শিল্প ও কল-কারখানা প্রায় ১৪১টি।
যারমধ্যে ৯০টি বিসিক শিল্প নগরী ময়মনসিংহে ও বাকী প্রায় ৫০টি ভালুকায় অবস্থিত।
স্বাস্থ্যকেন্দ্র
সরকারী মেডিকেল কলেজ হাসপাতাল ১টি, বেসরকারী ১টি, বক্ষ ব্যাধি ক্লিনিক ১টি, সম্মিলিত সামরিক হাসপাতাল ১টি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১১টি, স্বাস্থ্য উপকেন্দ্র ৪৩টি, পরিবার কল্যাণ কেন্দ্র ৮৬টি, কমিউনিটি ক্লিনিক মোট ৪১২টি (চালু আছে
৩৫৪টি), হোমিও হাসপাতাল ১টি, বিদ্যালয় স্বাস্থ্য কেন্দ্র ১টি, বেসরকারী ক্লিনিক ৭২টি, মিশনারি হাসপাতাল ১টি, সরকারী অ্যাম্বুলেন্স সংখ্যা ১৬টি (চালু ৯টি), এনজিও ১৬টি। (২০২১)
ধর্মীয় প্রতিষ্ঠান
§ মসজিদ ১০,৪৯০টি,
§ মন্দির ৪১৫টি,
§ গীর্জা ৭৯টি।
(২০২১)
সরকারী/অন্যান্য প্রতিষ্ঠান
উপজেলা ভূমি অফিস ১৩টি, ভেটেরিনারী ট্রেনিং ইন্সটিটিউট ১টি, পৌর/ইউনিয়ন ভূমি অফিস ১৪৪টি, প্রাইমারী শিক্ষক প্রশিক্ষণ ইনষ্টিটিউট ১টি, টিচার্স ট্রেনিং কলেজ ২টি, উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনষ্টিটিউট ১টি, ন্যাশনাল ইনষ্টিটিউট অব প্রাইমারী এডুকেশন ১টি, ডাকবাংলো/রেষ্ট হাউজ ১৯টি, সিডিউল বাণিজ্যিক ব্যাংক ৮০টি, ফায়ার সার্ভিস ষ্টেশন ৫টি, হাট-বাজার ৫৭১টি, খাদ্য গুদাম ১৮টি, সিনেমা হল ৩২টি, যাদুঘর ২টি, পার্ক ৩টি, খেলার মাঠ ১১৮টি, স্টেডিয়াম ৩টি।(২০২১ সালের তথ্য)
The reader wants to know about Mymensingh news. That's why we upload recent news of mymensingh.পাঠক ময়মনসিংহের সংবাদ সম্পর্কে জানতে চান। এজন্য আমরা ময়মনসিংহের সাম্প্রতিক সংবাদগুলি আপলোড করি।
0 মন্তব্যসমূহ