ময়মনসিংহের হালুয়াঘাটের পর্যটন শিল্পকে এগিয়ে নিতে নতুন প্রকল্প।
হালুয়াঘাট
এমনিতেই পর্যটকদের পছন্দের স্থান। হালুয়াঘাট উপজেলা পৌর শহর থেকে প্রায় ১২ কিমি দূরে ভারতের
মেঘালয় রাজ্যের সীমান্তঘেঁষা গারোপাহাড়। এসব পাহাড় ঘেরা গাবরাখালী গ্রাম,
গাজিরভিটা ইউনিয়নে সরকারি উদ্যোগে গড়ে তোলা হবে পর্যটন কেন্দ্র।
পর্যটন কেন্দ্রটির কাজ শেষ হলে বদলে যাবে এই এলাকার পরিবেশ। দেশের অন্যতম এ শিল্প পর্যটন শিল্পকে এগিয়ে নেওয়ার উদ্যেশ্যে ময়মনসিংহ জেলাপ্রশাসন এবং হালুয়াঘাট উপজেলা পরিষদের যৌথ উদ্যোগে গাবরাখালী গ্রাম,
গাজিরভিটা ইউনিয়নের পিকনিক স্পটের রাস্তার কাজ চলমান রয়েছে।
প্রাথমিক পর্যায়ে ২টি পাহাড় নিয়ে পর্যতন কেন্দ্রটির কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে একশত ২৫ একর জায়গায় পর্যটন কেন্দ্রটির আওতা বাড়ানো হবে। এরইমধ্যে উপজেলা পরিষদ ৩৮ লাখ টাকা বরাদ্দ দিয়েছে।
পর্যটকদের আকৃষ্ট
করতে এখানে নির্মাণ হচ্ছে, সুদৃশ্য প্রধান ফটক, তথ্য কেন্দ্র, ডিসপ্লে মডেল, ক্যান্টিন, ওয়াচ টাওয়ার, গাড়ি পার্কিং জোন, মিনি চিড়িয়াখানা, মনোরম লেক ও বোটিং, ব্রিজ, মিনি শিশু পার্ক, সুউচ্চ পাহাড়ে ওঠার জন্য সিঁড়ি, রেস্ট হাউজ ইত্যাদি।
উপজেলাবাসীর দীর্ঘদিনের দাবি ছিলো এখানে যেন পর্যটন কেন্দ্র নির্মাণ করা হয়। প্রয়াত সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন এখানে পর্যটন কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন। উনার মৃত্যুর পরে তা আর এগোয়নি। বর্তমানে মাননীয় সংসদ সদস্য জুয়েল আরেং এবং প্রশাসনের উদ্যোগে আবারো পর্যটন কেন্দ্রটি হচ্ছে। প্রকল্পটির কাজ শেষ হলে দেশের নানা প্রান্ত থেকে পর্যটকরা এ প্রাকৃতিক সৌন্দর্যের স্বাদ নিতে আসবে।
প্রকল্পটির বিষয়ে ভিডিও আসবে খুব
শিঘ্রই। ভিডিও দেখতে চলে যান “Mymensingh A to Z” এর ইউটিওব চ্যানেলে। এ বিষয়ে
কোন মন্তব্য থাকলে নিচে লিখুন।
The reader wants to know about Mymensingh news. That's why we upload recent news of mymensingh.পাঠক ময়মনসিংহের সংবাদ সম্পর্কে জানতে চান। এজন্য আমরা ময়মনসিংহের সাম্প্রতিক সংবাদগুলি আপলোড করি।
হালুয়াঘাট
এমনিতেই পর্যটকদের পছন্দের স্থান। হালুয়াঘাট উপজেলা পৌর শহর থেকে প্রায় ১২ কিমি দূরে ভারতের
মেঘালয় রাজ্যের সীমান্তঘেঁষা গারোপাহাড়। এসব পাহাড় ঘেরা গাবরাখালী গ্রাম,
গাজিরভিটা ইউনিয়নে সরকারি উদ্যোগে গড়ে তোলা হবে পর্যটন কেন্দ্র।
পর্যটন কেন্দ্রটির কাজ শেষ হলে বদলে যাবে এই এলাকার পরিবেশ। দেশের অন্যতম এ শিল্প পর্যটন শিল্পকে এগিয়ে নেওয়ার উদ্যেশ্যে ময়মনসিংহ জেলাপ্রশাসন এবং হালুয়াঘাট উপজেলা পরিষদের যৌথ উদ্যোগে গাবরাখালী গ্রাম,
গাজিরভিটা ইউনিয়নের পিকনিক স্পটের রাস্তার কাজ চলমান রয়েছে।
প্রাথমিক পর্যায়ে ২টি পাহাড় নিয়ে পর্যতন কেন্দ্রটির কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে একশত ২৫ একর জায়গায় পর্যটন কেন্দ্রটির আওতা বাড়ানো হবে। এরইমধ্যে উপজেলা পরিষদ ৩৮ লাখ টাকা বরাদ্দ দিয়েছে।
পর্যটকদের আকৃষ্ট
করতে এখানে নির্মাণ হচ্ছে, সুদৃশ্য প্রধান ফটক, তথ্য কেন্দ্র, ডিসপ্লে মডেল, ক্যান্টিন, ওয়াচ টাওয়ার, গাড়ি পার্কিং জোন, মিনি চিড়িয়াখানা, মনোরম লেক ও বোটিং, ব্রিজ, মিনি শিশু পার্ক, সুউচ্চ পাহাড়ে ওঠার জন্য সিঁড়ি, রেস্ট হাউজ ইত্যাদি।
উপজেলাবাসীর দীর্ঘদিনের দাবি ছিলো এখানে যেন পর্যটন কেন্দ্র নির্মাণ করা হয়। প্রয়াত সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন এখানে পর্যটন কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন। উনার মৃত্যুর পরে তা আর এগোয়নি। বর্তমানে মাননীয় সংসদ সদস্য জুয়েল আরেং এবং প্রশাসনের উদ্যোগে আবারো পর্যটন কেন্দ্রটি হচ্ছে। প্রকল্পটির কাজ শেষ হলে দেশের নানা প্রান্ত থেকে পর্যটকরা এ প্রাকৃতিক সৌন্দর্যের স্বাদ নিতে আসবে।
প্রকল্পটির বিষয়ে ভিডিও আসবে খুব শিঘ্রই। ভিডিও দেখতে চলে যান “Mymensingh A to Z” এর ইউটিওব চ্যানেলে। এ বিষয়ে কোন মন্তব্য থাকলে নিচে লিখুন।
0 মন্তব্যসমূহ