শুরু হচ্ছে আনন্দ মোহন কলেজের ১০ তলা ভিত্তির নতুন একাডেমিক ভবন নির্মাণ।
ময়মনসিংহে “আনন্দ মোহন বসুর” নামে এই কলেজ প্রতিষ্ঠিত হয় ১৯০৮ সালে। বর্তমানে উচ্চমাধ্যমিকের পাশাপাশি ২১টি বিষয়ের উপর স্নাতক (সম্মান) ও মোট ২০টি বিষয়ে স্নাতকোত্তর স্তরে পড়ানো হয়। বর্তমানে এ কলেজে মোট শিক্ষার্থী ৩৬,৩৮৪ জন। যার মধ্যে ছাত্র ১৯,১৮১ জন এবং ছাত্রী ১৭,২০৩ জন। শিক্ষক আছেন মোট ২১১ জন। অর্থাৎ গড়ে মোট ১৭১ জন শিক্ষার্থীর বিপরীতে রয়েছেন একজন শিক্ষক।
এর মাঝেও ১১১ বছরের পুরানো এই কলেজটি বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে সেরা প্রতিষ্ঠান হিসেবে উচ্চমাধ্যমিক থেকে স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষা দিয়ে যাচ্ছে। এ বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেরা কলেজগুলোর তালিকায় আনন্দ মোহন সপ্তম হয়েছে। উচ্চমাধ্যমিকের ফলও আগের থেকে ভালো হচ্ছে।
ছাত্রীদের জন্য এত দিন দুটি হল ছিল। নতুন দুটি হল নির্মিত হয়েছে। যার ফলে আবাসন ব্যাবস্থায় ছাত্রীদের কিছুটা সুযোগ সুবিধা বারলেও পিছিয়ে আছে ছাত্রদের হল নির্মান কাজ। একটি ১০ তলাবিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণের কাজ শুরু হচ্ছে খুব শিঘ্রই।
প্রকল্পটির নাম দেয়া হয়েছে ”শিক্ষার মানোন্নয়নে জেলা সদরে স্নাতকোত্তর সরকারী কলেজের উন্নয়ন”। যার আওতায় সরকারি আনন্দ মোহন কলেজের ১০ তলা ভিত্তির নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজ করা হবে। প্রকল্পটি ৩০ জুন ২০১৯ শুরু হয়। আনুসাজ্ঞিক কাজ শেষ করে বর্তমানে ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে। প্রকল্পটির কাজ বাস্তবায়ন করবে “M/s. SAFD-BBI-RCCL (JV)” এবং তাদের টেন্ডার নং হলঃ ২৯২৮৯৭। প্রকল্পটির জন্য ব্যায় ধরা হয়েছে ১২ কোটি ৩৭ লাখ ৩৩ হাজার ১০৭ টাকা।
প্রকল্পটির জন্য সময় দেয়া হয়েছে ১৮ মাস। তবে প্রায় ১২ মাস ইতিমধ্যে শেষ হয়ে গেলেও দৃশ্যত কোনো কাজ এখনও করা হয়নি। তাই সঠিক সময় প্রকল্পটি শেষ হওয়া নিয়ে শঙ্কা রয়েছে।
সরকারি আনন্দ মোহন কলেজের ১০ তলা ভিত্তির নতুন একাডেমিক ভবন নির্মাণ প্রকল্পটি নিয়ে ভিডিও দেখতে চাইলে আমাদের ইউটিওব চ্যানেলটি ঘুড়ে আসতে পারেন।
The reader wants to know about Mymensingh news. That's why we upload recent news of mymensingh.পাঠক ময়মনসিংহের সংবাদ সম্পর্কে জানতে চান। এজন্য আমরা ময়মনসিংহের সাম্প্রতিক সংবাদগুলি আপলোড করি।
0 মন্তব্যসমূহ