- ময়মনসিংহ বিভাগের পূর্ন মর্যাদা থেকে বঞ্চিত নগরবাসী।
- ১৩ অক্টোবর ময়মনসিংহ বিভাগ প্রতিষ্ঠার পাঁচ বছর পূর্ণ হয়েছে। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর ২০১৫ সালের ১৩ অক্টোবর ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোণা,জামালপুর এই চারটি জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ যাত্রা শুরু করে।
- বিগত ৫ বছরে বিভাগীয় শহরে দৃশ্যত কোনো কাজ হয়নি বলা চলে। তবে তার মাঝে নতুন বিভাগীয় সদর দপ্তর তৈরীর জন্য প্রস্তাবিত ৮০২.৫৭ একর জমি বরাদ্দ দেয়ার প্রশাসনিক অনুমতির সুখবরটি পাওয়া গেছে।
- তাছাড়াও পিপিপির আওতায় জয়দেবপুর থেকে ময়মনসিংহ সড়কটি দেশের প্রথম ১০ লেনের সড়ক তৈরীর লক্ষ্যে ইতিমধ্যে ক্রয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ সভায় অনুমোদন দেয়া হয়েছে। উদ্বোধনের জন্য অপেক্ষায় আছে দেশের সর্ববৃহৎ ৫০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র যেটি ময়মনসিংহের সুতিয়াখালি স্থাপিত। অর্থ বরাদ্দ কম থাকায় সঠিক গতিতে চলছে না ব্রহ্মপূত্র নদ খননে প্রকল্পটি।
- ময়মনসিংহ বিভাগ প্রতিষ্ঠার পাঁচ বছরেও প্রত্যাশিত অনেক কাজ এখনো হয়নি। ২২টি বিভাগীয় দপ্তর এখনও করা হয়নি।
- দেড়শ বছরের প্রাচীন ময়মনসিংহ শহরের সরু রাস্তায় ধারণক্ষমতার চেয়ে বেশি যানবাহন চলাচলের কারণে তীব্র যানজটে নাকাল নগরীর মানুষ। যার ফলে শহরটিতে বর্তমানে চলাচল অসাদ্ধ হয়ে পড়েছে।
- বিভাগের উন্নয়েন ও নগরবাসীর নিরাপত্তা বাড়াতে ময়মনসিংহ মেট্রোপলিটন পুলিশ (এমএমপি) প্রতিষ্ঠা, করা, শহরের ভেতরের আন্তঃজেলা সড়ক্গুলো ৪ লেনে উন্নীতকরণ, ময়মনসিংহ বিভাগ উন্নয়ন কর্তৃপক্ষ স্থাপন, ময়মনসিংহ মেট্রোপলিটন আদালত, ময়মনসিংহ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজকে পূর্ণাঙ্গ ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় রুপ দেয়া, ময়মনসিংহ-নেত্রকোণা-মোহনগঞ্জ-জামালগঞ্জ-সুনামগঞ্জের হাওরের উপর দিয়ে এক্সপ্রেসওয়ে সড়ক নির্মাণ, বিভাগের সব জেলায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিভাগের প্রতি জেলাতেই অর্থনৈতিক জোন স্থাপন, একটি শ্রম আদালত, হালুয়াঘাট-নালিতাবাড়ী-ধানুয়া-কামালপুরে পূর্ণাঙ্গ স্থলবন্দর প্রতিষ্ঠা ছাড়াও শেরপুরের মেডিকেল কলেজ এখন সময়ের দাবি।
- নগরীর ড্রেন ও রাস্তা নির্মাণের জন্য ১৫৭৫ কোটি টাকার প্রকল্প এখন একনেকে পাসের অপেক্ষায় আছে। তাছাড়াও দুটি পার্ক, একটি ট্রাক টার্মিনাল ও ১টি বাস টার্মিনাল করার জন্য ৪৪২ কোটির আরেকটি প্রকল্প এবং আধুনিক কুড়ি তলা নগরভবন স্থাপনের অনুমোদনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে নথীপত্র সবকিছু পাঠানো হয়েছে। জলাবদ্ধতার স্থায়ী সমাধাণ করার জন্য একটি পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ করা হয়েছে।
- ময়মনসিংহ-ঢাকা রেলপথে প্রতি ঘণ্টায় ঘণ্টায় যাত্রীবান্ধব ট্রেন চালু করা সহ দেওয়ানগঞ্জ-ময়মনসিংহ- চট্রগ্রাম ও ময়মনসিংহ-সিলেট রুটে আরো ৩টি আন্তঃনগর ট্রেন চালু এখনো
হয়নি।
- তাই সাভাবিক ভাবেই বলা যায় বিভাগের পূর্ন মর্যাদা থেকে বঞ্চিত নগরবাসী।
The reader wants to know about Mymensingh news. That's why we upload recent news of mymensingh.পাঠক ময়মনসিংহের সংবাদ সম্পর্কে জানতে চান। এজন্য আমরা ময়মনসিংহের সাম্প্রতিক সংবাদগুলি আপলোড করি।
#mymensingh_a_to_z
#mymensingh
#mymensingh_news
#mymensingh_project_news
0 মন্তব্যসমূহ